নওগাঁয় বিজিবি- বিএসএফ ভলিবল প্রতিযোগিতা

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

বিজিবি ও বিএসএফ’র মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নওগাঁর ধামইরহাটে ।

মহান বিজয় দিবস ও বিজিবি দিবস উপলক্ষে বিজিবি’র ১৪ ব্যাটালিয়নের উদ্যোগে বিকেলে রামচন্দ্রপুর সীমান্তে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় দু দেশের সীমান্ত রক্ষী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেলায় বিএসএফকে কে ২ -০ সেটে পরাজিত করে শিরোপা জিতে নেয় বিজিবি। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিজিবি ও বিএসএফ’র কর্মকর্তারা।

খেলা দেখতে মাঠে ছিলো স্থানীয়দের উপচে পড়া ভীর। টুর্নামেন্টে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, বিএসএফ’র পক্ষে ১২২ বিএসএফ’র এর কমান্ড্যান্ট এইচ পি এস কাণ্ডারি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আলাদা বক্তব্যে- বিজিবি-বিএসএফ তথা ভারত বাংলাদেশের সম্প্রীতির বন্ধন আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply