১৫ আগস্টের প্রতিবাদ না করায় সামরিক শাসনের অধীনে খেশারত দিতে হয়েছে: প্রধানমন্ত্রী

|

১৫ আগস্টের ঘটনার প্রতিবাদ না করায় বহুদিন সামরিক শাসনের অধীনে থেকে দেশকে খেশারত দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেউ এ বিষয়ে প্রতিবাদ না করার বিষয়টাও প্রধানমন্ত্রীকে অবাক করেন বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিজয় দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ছয় দফার মধ্যেই বাঙালির স্বাধীনতার বিজ বপন হয়েছিল। বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন থেকে জাতিকে সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে নিয়ে যান জানান তিনি।

তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্র গঠনে পশ্চিম পাকিস্তানের কোন ভুমিকা ছিল না সব অবদান ছিল বাঙালিদের। তারপরও তারা বাঙালিদের নানাভাবে বঞ্চিত করত বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজ বাংলাদেশ সব দিক থেকে পাকিস্তানের ওপরে অবস্থান করছে। তাই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পাকিস্তান প্রেমিরা ষড়যন্ত্র করলেও তা সফল হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply