পানামায় কারাগারে গোলাগুলিতে ১২ বন্দি নিহত

|

পানামায় রাজধানী সংলগ্ন একটি কারাগারে গোলাগুলিতে প্রাণ গেছে কমপক্ষে ১২ বন্দির। বুধবার পর্যন্ত চলা সংঘাতে আরও ১৩ জন আহত।

পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ‘লা জোয়িটা’ কারাগারে নিরাপত্তারক্ষীদের অস্ত্র কেড়ে নেয় একদল বন্দি। এরমধ্যে ছিলো ৫টি পিস্তল এবং তিনটি রাইফেল। কারা কর্তৃপক্ষের বিবৃতি অনুসারে- জেলে থাকা দু’দলের সংঘাত থেকেই এ ঘটনার সূত্রপাত। অভিযুক্তরা প্রায় সবাই মাদক চোরাকারবারী দলের সদস্য। জুলাই মাসেই ক্ষমতা গ্রহণ করা প্রেসিডেন্ট লরেনটিনো কর্টিজো সংঘাতের জন্য দুর্বল নিরাপত্তা কাঠামোকে দায়ী করেছেন। নির্দেশ দেন- উপযুক্ত তদন্তের মাধ্যমে শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply