ফজলে হাসান আবেদের দেখানো পথেই এগিয়ে যাবে ব্র্যাক: ড. জিল্লুর

|

স্যার ফজলে হাসান আবেদের দেখানো পথেই এগিয়ে যাবে তার গড়া লাখো মানুষের প্রতিষ্ঠান, ব্র্যাক। এক সংবাদ ব্রিফিংয়ে এ প্রত্যয়ের কথা জানিয়েছেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। বলেন, স্যার ফজলে হাসানের স্মরণে আগামীকাল সংস্থাটির সকল কার্যক্রম বন্ধ রাখা হবে।

ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে যথাযোগ্য সম্মানে বিদায় জানানোর সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানান এর বর্তমান চেয়ারপারসন। আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ফজলে হাসান আবেদের মরদেহ রাখা হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। সেখানে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সর্বস্তরের মানুষ। দুপুর সাড়ে বারোটায় সেখানেই জানাজা হবে।

জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে ফজলে হাসান আবেদের দাফনের ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর জানান, প্রতিষ্ঠাতার প্রয়াণে কোনোভাবেই অভিভাবকশূণ্য হবে না ব্র্যাক। কারণ সে ব্যবস্থা স্যার ফজলে হাসান তার আদর্শ আর নীতি দিয়েই করে গেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply