রাজবাড়ীতে পদ্মা নদী থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার

|

রাজবাড়ী প্রতিনিধি:

গত শুক্রবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউজানি অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া পাথর বোঝাই ট্রলার থেকে নিখোঁজ ৪ শ্রমিকের মধ্যে ২ জনের লাশ উদ্ধার হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে নদীতে ডুবে যাওয়া ট্রলারের কেবিনের ভিতর থেকে লাশ দুইটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীদল।

উদ্ধারকৃত নিহত ২ শ্রমিক হলো, সিরাজগঞ্জ জেলার রূপবাটি সনোশা গ্রামের শাহজাহান সেখের ছেলে নুর জামান সেখ (২৭) ও আবুল সেখের ছেলে আব্দুল সেখ (২৬)।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, গত শুক্রবার দুপুরে কাঠের তৈরি ট্রলারে পাথর বোঝাই করে ট্রলারটি কাজীরহাট থেকে রাজবাড়ীর গোদার বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্তরমোড় এলাকায় পৌছলে তলা ফেটে ট্রলারটি ডুরে যায়। ১০ জন শ্রমিকের মধ্যে ৬ জন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন শ্রমিক ডুবে নিখোঁজ হয়।

দুই দিন ধরে উদ্ধার অভিযান চালিয়ে রোববার দুপুর ১২ টার দিকে ডুবে যাওয়া ট্রলারের কেবিনের ভিতর থেকে লাশ দুইটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীদল।বাকি দুই জনের মৃতদেহ উদ্ধারে অভিযান চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply