কুমিল্লা ব্যুরো
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক নারীকে কয়েকজন লোক জোর করে ধরে নিয়ে গণধর্ষণ করছে। এমন দৃশ্য দেখে শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। এসময় ৬ ধর্ষককে আটক করা হয়।
জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনের পাশে একটি ধান ক্ষেতে একটি মেয়েকে কয়েকজন লোক জোর করে ধরে নিয়ে গণধর্ষণ করছে। ভিকটিমের চিৎকার ও কান্নাকাটির আওয়াজ শুনে ৯৯৯ এ কল করেন। তাৎক্ষণিকভাবে কলারকে ব্রাহ্মণপাড়া থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। সংবাদ পেয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে রওনা দেয়। দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণের শিকার ১৭ বছরের মেয়েটিকে উদ্ধার করে এবং সন্দেহভাজন ছয়জনকে আটক করে।
আটককৃতরা হলেন- লাবু, নাসির আহমেদ, নজরুল ইসলাম, কাওছার, সাদ্দাম ও জমির হোসেন। তারা সবাই শশীদলের অধিবাসী।
ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে পুলিশ ৬ জনকে আটক করেছে। ধর্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a reply