সহকারী শিক্ষকদের অনশন স্থগিত

|

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে বৈঠকের পর অনশন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের মিন্টো রোডের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী শিক্ষকদের দাবি-দাওয়াগুলো বিবেচনা করবেন এমন আশ্বাসে এই আন্দোলন স্থগিত করা হয়েছে। মর্যাদা সম্পন্ন বেতন স্কেলের দাবিতে আজ তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো সহকারী শিক্ষক।

এই তিনদিন ধরে অনশনে যোগ দেয়া অন্তত অর্ধশত শিক্ষক-শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। সাড়ে তিন লাখ শিক্ষকের মধ্যে কয়েক হাজার শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, মন্ত্রণালয়ের উদাসীনতায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। অবিলম্বে ১২ হাজার ৫০০ টাকার বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply