অহেতুক বিদেশ সফর কমিয়ে আনতে চেষ্টা করছি: পরিকল্পনা মন্ত্রী

|

সুনামগঞ্জ প্রতিনিধি :
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার বড় প্রকল্পে অপচয় রোধের পক্ষে, প্রকল্পের প্রস্তাব যখন আসে, তখন আমরা খুটিনাটি দেখি, আমরা বিচার বিবেচনা করি। যখন কেনাকাটা করে পরিকল্পনা মন্ত্রণালয়, আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করি। স্বীকার করি আমরা শতভাগ পারি না, দুটি কারণে। বেশি বাঁছাই শুরু করে দেই তাহলে কাজের গতি কমে যায়, আবার গতি কমে গেলে উন্নয়নের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। গতি রক্ষা করতে হবে, অপচয় রোধ করতে হবে। সেই কাজটাই আমরা করছি। আমার মন্ত্রণালয়ও অপচয় চায় না, প্রধানমন্ত্রী নিজেও না। অহেতুক বিদেশ সফর আমরা কমিয়ে আনতে চেষ্টা করছি।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সরকারের নিয়ম কানুন বিধিবিধান আছে, সকল আইন কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বিদ্যমান আছে। প্রয়োগের ব্যাপারে শৈথিল্য আছে। এটা গ্রহণ যোগ্য নয়, এটি বন্ধ করতে হবে। আইন আমরা সংস্কার করছি। তবে এটি দুরুহ কাজ, পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি। তবে আমরা পরাজিত হয়নি।

ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়ার নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোটে চান মিয়া, সদর উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply