নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

|

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে। পাঁচদিনব্যাপী এই সম্মেলন আজ সকাল ১০টায় ভারতের নয়াদিল্লীস্থ বিএসএফ সদর দপ্তরে শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন।

অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী ভিভেক জোহরীর নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ফ্রন্টিয়ার আইজিগণ, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ প্রতিনিধিত্ব করেছেন।

সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের ওপর গুলি চালানো ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানানো এবং এধরনের কর্মকাণ্ড বন্ধে করনীয়, ভারত থেকে বাংলাদেশে মাদক চোরাচালান রোধ, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধ, বিএসএফ-ভারতীয় নাগরিক ও মিয়ানমারের নাগরিক কর্তৃক সীমানা লঙ্ঘনসহ আরো বেশ কিছু বিষয় আলোচনা হতে পারে বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply