গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলী মারা গেছেন

|

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি ডা. ইউনুস আলী সরকার অসুস্থজনিত কারণে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লব বলেন, ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. ইউনুস আলী সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের টানা দুইবারের এমপি। তিনি সাদুল্যাপুর উপজেলা আ’লীগের সভাপতি ছিলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনেও জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি।

ডা. ইউনুস আলী সরকার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামের বাসিন্দা। পেশায় চিকিৎসক ডা. ইইউনুস আলী ঢাকার মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে এনেসথিওলজিল্ট হিসেবে খণ্ডকালীন কর্মরত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply