কাজাখস্তানে বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ১৫

|

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল কাজাখস্তানে। জানা গেছে ওই বিমানে সব মিলিয়ে ১০০ জন যাত্রী ছিলেন। উচ্চতা হারিয়ে ফেলার জেরে এই দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বেক এয়ারের বিমানটি নিয়ন্ত্রণকক্ষের সাথে যোগাযোগ হারিয়ে ফেলার জেরে আলমাটীর নিকটবর্তী কাজাখস্তান বিমানবন্দরের কাছেই একটি দোতলা বাড়ির ওপর ভেঙে পড়ে।

এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বিমানটি কাজাখস্তানের আলমাটী থেকে দেশের রাজধানী নূর-সুলতানের উদ্দেশে রওনা হয়েছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, “বিমানটিতে মোট ৯৫ জন যাত্রী ছিলেন এবং পাঁচজন বিমানকর্মী ছিলেন।” দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে কাজাখস্তানের আলমাটী থেকে দেশের রাজধানী নূর-সুলতানের উদ্দেশে রওনা দেয় বিমানটি। ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে বিমানটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply