শাহজালালে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

|

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহু কাঙ্ক্ষিত তৃতীয় টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্যাপক চাহিদা সামাল দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে টার্মিনালের পরিধি বাড়ানোর পরিকল্পনায় এই তৃতীয় টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নেয় সরকার। ২১ হাজার ৩শ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সময় ধরা হয়েছে চার বছর। একই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা বোয়িং সিরিজের নতুন ড্রিমলাইনার “সোনার তরী” ও “অচিন পাখি’রও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply