যুক্তরাষ্ট্রে হাওয়াই দীপপুঞ্জে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

|

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হেলিকপ্টারের ৬ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার, এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বিবৃতিতে জানানো হয়, আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবুও বাকি এক আরোহী এবং ধ্বংসপ্রাপ্ত যানটির সন্ধানে চালানো হবে তল্লাশি। এছাড়া, নিহতদের মধ্যে রয়েছে দু’জন শিশু। স্থানীয় সময় বৃহস্পতিবার কাওয়াই উপকূলের উদ্দেশ্যে উড়ে যায় ‘এম এইচ- সিক্সটি ফাইভ’। ৪০ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পাইলটের। ধারণা করা হচ্ছে, ঝড়ো বাতাস এবং প্রচণ্ড বৃষ্টির কারণে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। এখনো কারও পরিচয় শনাক্ত করা হয়নি।

ফায়ার সার্ভিসের প্রধান সলোমন কানোহো বলেন, হেলিকপ্টারটিতে ছিলেন ৭ আরোহী। যাদেরমধ্যে ছ’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার কারণে বাধাগ্রস্ত হচ্ছে অভিযান। বাকি একজন এবং যানটির সন্ধানে শনিবার সকালে ফের শুরু হবে তল্লাশি। মরদেহগুলো উইলকক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে, ময়নাতদন্তের পর প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ নাম-পরিচয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply