শাহজালাল বিমানবন্দর থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার

|

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকায় পরিত্যক্ত মালামালের স্তূপ থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে গণনা করে দেখা যায়, সেখানে ১০০ গ্রাম ওজনের মোট ৬৪০টি বার ছিল। এগুলোর মোট ওজন ৬৪ কেজি।

বাংলাদেশ বিমানের বিজি০৮৫ ফ্লাইটটি বিকেল ৫টায় শাহজালালে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্গোর ভিলেজে গ্লাস বিডস আমদানিকৃত বক্সে সোনার বারগুলো লুকানো সোনার বারগুলো উদ্ধার করা হয়। এই সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কারা এই স্বর্ণগুলো এনেছে, কার কাছে যাওয়ার কথা ছিল সেটি তদন্ত করে দেখা হবে এবং এই বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করাও প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply