সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

|

কুমিল্লার শশীদল রেলস্টেশনে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত দুটি বগি সরানো হয়েছে। ফলে সাড়ে ছয় ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল।

শনিবার রাত ২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে রেল আটকা পড়ে যাত্রীদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী জানান, সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply