বাংলাদেশিদের জন্য চাকরির বিজ্ঞাপন দিলো ফেসবুক

|

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ২৩৮ কোটি ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশে তিন কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছে। এমনটাই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

তাই এবার বাংলাদেশের ক্রমবর্ধমান ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির দিকটি বিবেচেনা করে একটি পদে কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে ফেসবুক।

ওই বিজ্ঞাপনে ফেসবুক জানিয়েছে, বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পদে এই নিয়োগ দেয়া হবে। পদটি পূর্ণকালীন।

দায়িত্ব হিসেবে বলা হয়েছে, মার্কেট স্পেশালিস্ট ফেসবুক ব্যবহারকারীকে বাংলাদেশের বিষয়ে নানা রকম সহযোগিতা করবেন। প্রয়োজনে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্যও সহযোগিতা করতে হবে।

এছাড়াও ফেসবুকের জন্য নানা ধরনের আইডিয়া বের করতে হবে। বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ইনসাইট তৈরি করতে হবে।

আবেদনকারীর যোগ্যতা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রিধারীরা এ পদে আবেদন করতে পারবেন। এছাড়া ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে।

কর্মস্থল: এ পদে নিয়োগ পেলে কর্মীকে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়ে কাজ করতে হবে।

যেভাবে আবেদন করবেন: ওই পদে আবেদন করতে যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে ফেসবুকের নির্দিষ্ট পেজে গিয়ে ফরম পূরণ করুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply