সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে তুরস্কে ৬ সাংবাদিককে কারাগারে প্রেরণ

|

৬ সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে কারাগারে প্রেরণ করেছে তুরস্ক।

এই সাংবাদিকেরা তুরস্কের সুৎজু পত্রিকায় কর্মরত ছিলেন। সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে তাদের ২ বছর বা তার চেয়ে বেশি সময় জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কারাগারে প্রেরিত এই সাতজনের বিরুদ্ধে ২০১৬ সালে সেনাবাহিনীর একাংশের পরিচালিত অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা যায়।

এই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা ঐ অভ্যুত্থানের সময় তাদের রিপোর্টিং এর মাধ্যমে এই অভ্যুত্থানকে সমর্থন ও জনগণের মাঝে এই অভ্যুত্থানের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করার প্রয়াস চালান।

এই ঘটনারে সুৎজু পত্রিকা একটি কালো অধ্যায় বলে অবিহিত করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply