লক্ষ্মীপুরে পুলিশ ভেরিফিকেশনের তথ্য মিলবে এসএমএসে

|

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে এখন থেকে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের তথ্য এসএমএস-ই পাওয়া যাবে। আবেদনকারীদের সুবিধার্থে লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মিট দ্য প্রেসে তথ্যটি জানান, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

এসময় জানানো হয়, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেকেই আবেদন করেন। দ্রুত সময়ে তা সম্পন্ন হলেও আবেদনকারী তা জানতে পারেন না। এতে অনেকেই মনে করেন তার পুলিশ ক্লিয়ারেন্স কিংবা ভেরিফিকেশন করতে বিলম্ব হয়েছে। তাই এখন থেকে পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে বিশেষ শাখা থেকে আবেদনকারীকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের এসএমএস সিস্টেম চালু করা হয়েছে বলে জানা তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ কুমার দে, পুলিশের বিশেষ শাখার ইনচার্জ ইকবাল হোসেন ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply