ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে কাল

|

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আগামীকাল। রাজধানীর শেরে বাংলা নগর মেলা প্রাঙ্গণে এখন চলছে বাণিজ্য মেলার ২৫তম আসরের শেষ সময়ের প্রস্তুতি। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের আয়োজনে অংশ নিচ্ছে ৪৮৩টি ব্যবসা প্রতিষ্ঠান। থাকবে ব্যাংকের বুথ ও দর্শনার্থীদের বিনোদনের ব্যবস্থা। বরাবরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বড় আকর্ষণ মূল ফটক। এবারও কর্মযজ্ঞ চোখে পড়ছে দূর থেকে। ডিজাইন নতুন। গেটের দু পাশে জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভের অবয়ব। তার ওপরে বসেছে পদ্মা সেতুর স্প্যানের আদলে ফ্রেম।

প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। প্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশ মূল্য ধরা হয়েছে ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply