ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে আজ ঢাকার সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ

|

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ ঢাকা মহানগরীর সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রার্থীদের জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ব্যাংকগুলোতে সাধারণ লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া, ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারও আজ বন্ধ আছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা হয় এ সংক্রান্ত সার্কুলার। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে। ]

এতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্রের টাকা জমা নিতে ৩১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব তফসিলি ব্যাংক খোলা রাখতে হবে। তবে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply