ফেনীতে মুহুরী ও ছোট ফেনী নদীর ভাঙনের তীব্রতা বেড়েছে

|

প্রতিবছরই এই দুই নদীর ভাঙনে কমবেশি ক্ষতির শিকার হন ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী ও ছোট ফেনী নদীর তীরের বাসিন্দারা। এই শীতে নদী দুটির ভাঙনের তীব্রতা বেড়েছে আরও। সোনাগাজী উপজেলার কয়েকটি ইউনিয়নে নদী তীরবর্তী জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে অনেক বাড়িঘর-ফসলি জমি। মুহুরি নদীর ভাঙনের জন্য অবাধে বালু উত্তোলন ও অবৈধ বাঁধ নির্মাণকে দায়ী করেছেন স্থানীয়রা।

গেলো কদিনে ভাঙনের তীব্রতা বেড়েছে উপজেলা সদর, আমিরাবাদ ও চরদরবেশ ইউনিয়নে। মাঁথা গোজার ঠাঁই আর জমি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। ভাঙনের হুমকিতে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।

স্থানীয়রা বলছেন পানি কমায় ভাঙছে ছোট ফেনী নদীর পাড়। আর অবৈধভাবে বালু উত্তোলন ও বাঁধ দিয়ে মাছের ঘের তৈরির কারণে সারা বছরই ভাঙে মুহুরী নদীর বিভিন্ন অংশ।

ছোট ফেনী নদীর ভাঙন ঠেকাতে একটি প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

তবে দখলমুক্ত করা না গেলে মুহুরী নদীর ভাঙন ঠেকানো সম্ভব না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply