ইসির ওপর সবার আস্থা থাকলেও বিএনপির নেই: ওবায়দুল কাদের

|

ইসির ওপর সবার আস্থা থাকলেও বিএনপির নেই। তারপরেও বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল শেষ পর্যন্ত মাঠে থাকার যে কথা বলেছেন তা ইতিবাচক।

আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মেট্রোরেলের রেল ও ট্র্যাক স্থাপন কাজের উদ্বোধন শেষে এসব বলেন তিনি।

এসময়, বিএনপি শেষ পর্যন্ত সিটি নির্বাচনে মাঠে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি জানান, বিএনপি ভোটের ফলাফলের আগেই আগাম কারচুপির অভিযোগ করে। ইভিএমে ত্রুটিমুক্ত নির্বাচন হবে বলেও জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে দেশ পিছিয়ে যাবে বলে মন্তব্য তার।

মেট্রোরেল নিয়ে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের সাড়ে আট কিলোমিটার এখন দৃশ্যমান। ২০২১ সালের মধ্যেই প্রথম ফেজ ও ২০৩০ সালের মধ্যে রেলে ৬টি প্রকল্পের কাজ শেষ হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply