নতুন বছরের প্রথম দিনে ভারতে ৬৭ হাজার ৩৮৫ শিশু ভূমিষ্ঠ

|

নতুন বছরের প্রথম দিনে ৬৭ হাজার ৩৮৫ শিশু ভূমিষ্ঠ হয়েছে ভারতে। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে একটি দেশে এতো বিপুলসংখ্যক শিশুর জন্মগ্রহণের এটি নতুন রেকর্ড।

এদিন সারা বিশ্বে জন্ম হয়েছে তিন লাখ ৯২ হাজার ৭৮ শিশুর। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, এদের মধ্যে ১৭ শতাংশেরই জন্ম ভারতে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের পরই, তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বুধবার অন্যতম জনবহুল এ দেশে জন্ম নিয়েছে ৪৬ হাজার ২৯৯ শিশু। পরের অবস্থানে রয়েছে যথাক্রমে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া আর যুক্তরাষ্ট্র। ২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হয়েছে ফিজিতে। আর নববর্ষে শেষ শিশুর জন্মস্থান যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply