নববর্ষের আতশবাজির আগুনে পুড়ে থাকতে পারে জার্মানির চিড়িয়াখানা

|

Firefighters stand in front of the burning monkey house at Krefeld Zoo, in Krefeld, Germnay, Wednesday Jan 1, 2020. A fire at a zoo in western Germany killed a large number of animals in the early hours of the new year, authorities said. (Alexander Forstreuter/dpa via AP)

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জ্বালানো আতশবাজির ফানুস থেকে জার্মানির চিড়িয়াখানায় আগুন লেগে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। জার্মানির উত্তর পশ্চিম এলাকার ক্রেফেল শহরের একটি চিড়িয়াখানায় বুধবার আগুনে পুড়ে অন্তত ৩০টি বানর নিহত হয়।

প্রাথমিক তদন্ত শেষে কর্তৃপক্ষ মনে করছে থার্টি ফার্স্ট নাইটের ফানুস থেকে প্রাণিসংরক্ষণশালাটিতে আগুন লেগে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, চিড়িয়াখানায় জ্বলে যাওয়া ধ্বংসাবশেষের মধ্যে তিনটি কাগজের লন্টনের ভগ্নাংশ পাওয়া গেছে। এসব লন্টন নববর্ষের আগের রাতে জ্বালিয়ে বাতাসে ওড়ানো হয়ে থাকে। যদিও জার্মানির ওই অঞ্চলে এই ধরনের লন্টন জ্বালানো ২০০৯ সাল থেকে নিষিদ্ধ।

ধারণা করা হচ্ছে, এসব লন্টন চিড়িয়াখানায় কোনো দাহ্য বস্তুর ওপর পড়ে আগুন ধরে যায়। পুলিশ ওই এলাকায় যারা এমন লন্টন জ্বালিয়েছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টি আরও খতিয়ে দেখছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply