শেখ হাসিনা ক্ষমতায় আসলেই নারীরা সম্মানিত হয়: এমপি শাওন

|

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই নারীরা সম্মানিত হয়। নারীদের কর্ম ক্ষমতা বেড়েছে রাষ্ট্রীয়ভাবেও নারীদের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। দেশের বিশাল জনগোষ্ঠী মানব সম্পদে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। নারীরা এখন ঋণ নিয়ে উদ্যোক্তা হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হল রুমে অর্ধশত নারী উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশেলুর রহমান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply