খুলনা টাইগার্সকে ১২ রানে হারালো ঢাকা প্লাটুন

|

দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুন ১২ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে, ঢাকা প্লাটুনের ৪ উইকেটে গড়া ১৭২ রানের জবাবে ৮ উইকেটে ১৬০ রানে থামে খুলনার ইনিংস। ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেও হার দেখলেন মুশফিকুর রহিম।

আগের রাতে শুরু হওয়া বৃষ্টি এদিন দুপুরে থামার পর আবারও ঝড় ওঠে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। সেই ঝড় পাকিস্তানি আসিফ আলীর ব্যাটে। ৪ ছক্কা আর ২ চারে ৩০০ স্ট্রাইকরেটে তিনি করেন ৩৯ রান। আর তাতেই ১৭২ রানের পুঁজি পায় ঢাকা প্লাটুন।

পৌষের বৃষ্টির বাঁধায় নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর ম্যাচ শুরু হলেও ওভার কমেনি। টস হারা ঢাকা তামিম-বিজয়ের ব্যাট খুব একটা হাসতে পারেনি। মুমিনুলের ৩৮, কিংবা আরিফুলের অপরাজিত ৩৭- কোনটিতেই ছিলনা ঝাজ।

বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তানী বিগ হিটার আসিফ আলী মেটালেন সেই ক্ষুধা। তাঁর ১৩ বলের অপরাজিত ৩৯ রানে, ১৭২’র লড়াকু পুঁজি ঢাকার ঘরে।

জবাব দিতে নেমে মাশরাফী-মাহমুদের পেইসে একপর্যায়ে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে মুশফিকের দল। দুই মেকশিফট ওপেনার মিরাজ-বিপ্লবের কেউই ছড়ি ঘোরাতে পারেননি বেশিক্ষণ।

অধিনাক মুশফিকের সাথে নাজিবুল্লাহ জাদরানের ৬৬ রানের জুটি ভেলা ভাসিয়ে রাখে খুলনার। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তামিমের পর বিপিএলে ২ হাজার রান ক্লাবে ঢোকেন মুশি। জাদরান ৩১ রানে থামলেও খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন মুশি। তবে খুব কাছে গিয়েও হাসান মাহমুদের ৪র্থ শিকার হন ৬৪ রান করা মুশি। মিস্টার ডিপেন্ডেবল থামলে স্বপ্নে ছেদ পড়ে রুপসা পাড়ের দলটির; ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের দল রানরেটে উঠে যায় শীর্ষে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply