ওয়াটসন-নাঈমের তাণ্ডবে রংপুরের রানের পাহাড়

|

শেন ওয়াটসন ও মোহাম্মদ নাঈম শেখের ব্যাটিং তাণ্ডবে ১৯৯ রানের পাহাড় গড়েছে রংপুর রেঞ্জার্স। জয় পেতে হলে সিলেট থান্ডার্সকে ২০০ রান করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি সপ্তম আসরের ৩২তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে রংপুর।

সিলেট থান্ডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালান মোহাম্মদ নাঈম শেখ ও রংপুরের অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান শেন ওয়াটসন। উদ্বোধনীতে তারা গড়েন ৮.৩ ওভারে ৭৭ রানের জুটি।

৩৩ বলে সাতটি চার ও এক ছক্কায় ৪২ রান করতেই মনির হোসেনের স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন জাতীয় দলের তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম। এর আগের তিন ম্যাচে ২৭, ৫৫ ও ৩৮* রানের ইনিংস খেলেছেন রংপুরের এ ওপেনার।

এরপর ব্যাটিং ঝড় অব্যাহত রাখেন ওয়াটসন। ৩৬ বল খেলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৬৮ রান করে ফেরেন শেন ওয়াটসন। ইনিংসের একিবারে শেষ মুহূর্তে মাত্র ৮ বলে এক চার ও এক ছক্কায় ১৬ রান করেন ফজলে মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রেঞ্জার্স: ২০ ওভারে ১৯৯/৫ (ওয়াটসন ৬৮, নাঈম ৪২, ডেলপোর্ট ২৫, মোহাম্মদ নবী ২৩, ফজলে মাহমুদ ১৬*)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply