আবারো বেড়েছে পেঁয়াজের দাম

|

পেঁয়াজের বাজার আবারও চড়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসলে, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পারদ কিছুটা কমে আসে। তবে কয়েক দিনের ব্যবধানে আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে খুচরায় দেশি নতুন পেঁয়াজের কেজি ২০০ টাকা রাখা হচ্ছে, যা গত সপ্তাহে ১০০ থেকে ১১০ টাকা ছিলো।

ফের মূল্য বৃদ্ধির পেছনে বৃষ্টির অজুহাত দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, শীত মওসুমে সারা দেশে আকস্মিক বৃষ্টিপাত শুরু হওয়ায় সরবরাহ কমেছে। গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর বাংলাদেশের বাজারে ৪০ টাকার এই পণ্যের দাম বাড়তে বাড়তে আড়াইশ টাকায় ওঠে।

কয়েক মাস অস্বাভাবিক দামের কারণে সরকারের সমালোচনায় সোচ্চার হয়েছেন অনেকে। মিশর, তুরস্ক ও চীন থেকে বড় চালান আমদানির পাশাপাশি বাজারে দেশি নতুন পেঁয়াজ ওঠায় দাম কমতে থাকে। ডিসেম্বরের শেষ দিকে, দেশি পেঁয়াজের দাম ১০০ টাকার আশপাশে ছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply