সোলাইমানির জানাজার আগেই ইরাকে ফের হামলা যুক্তরাষ্ট্রের

|

ইরাকে ইরানপন্থী যোদ্ধাদের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর বাগদাদের তাজি রোডে শনিবার নতুন করে এই বিমান হামলা হয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। জানা গেছে, ইরাকের আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির গাড়ি বহর লক্ষ্য করে এই হামলা হয়েছে। শুক্রবার ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত হওয়ার পর যখন দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধের আশঙ্কা চলছে তখনই দ্বিতীয় দফায় হামলা চালালো যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বলছে, শুক্রবারের হামসায় নিহত আল-কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও ইরাকি আধা সামরিক বাহিনীর কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার ঘটনায় শোকযাত্রা ও জানাজাকে সামনে রেখে নতুন এই হামলা ঘটেছে।

কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ হঠাৎই অনেক বেড়ে গেছে। অথচ ক’দিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো যুদ্ধ চান না বলে ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, তিনি শান্তি চান। অথচ, ইরাকে নতুন করে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইরাকিদের আশঙ্কা, তাদের মাতৃভূমি এখন দুই বৃহৎ শক্তির ছায়াযুদ্ধের কেন্দ্রভূমিতে পরিণত হতে যাচ্ছে। তাদের এ শঙ্কার পালে হাওয়া লাগাচ্ছে সোলাইমানিকে হত্যার ২৪ ঘণ্টার পরেই হাশেদ আল-শাবির গাড়ি বহরে এই নতুন হামলা। ইরাকি এই আধাসামরিক বাহিনীর শিয়া মিলিশিয়া উপদলের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply