ইরানের আকাশসীমা বর্জন করছে ভারতীয় বিমান

|

ইরানের এলিট ফোর্স কুদস ব্রিগেডের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর অব্যাহত উত্তেজনাকে কেন্দ্র করে ইরানের আকাশসীমা বর্জন করে চলতে সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় বিমান পরিচালনা সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর প্রতি।

শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মার্কিন বিমান হামলায় নিহত হন কুদস ব্রিগেডের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি। এরপরই এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় রুহানি প্রশাসন।

একইসাথে দিল্লীতেও হামলার ছক কষেছিল সোলাইমানি এমন তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত তেহরান ও ওয়াশিংটন এর মধ্যকার উত্তেজনা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বেসামরিক বিমান পরিচালনা সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply