জমে উঠেছে রিয়াল-বার্সার শিরোপা দৌঁড়

|

আবারো জমে উঠেছে লা লিগার শিরোপার দৌঁড়। রিয়াল মাদ্রিদ গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দেবার রাতে, এসপানিওল এর সাথে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফলে সমান ১৯ ম্যাচ শেষে দু’দলের পয়েন্টই এখন ৪০। গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা।

রিয়ালের থেকে দুই পয়েন্ট এগিয়ে থাকা কাতালানরা বছরের প্রথম ম্যাচের শুরুতেই হোচট খায়। ২৩ মিনিটে রোকার ফ্রি কিকে মাথা ছুইয়ে এসপানিওল’কে লিড এনে দেন ডেভিড লোপেজ। প্রথমার্ধে চেষ্টা করেও ম্যাচে ফেরা হয়নি মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানদের। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভালভার্দে শিষ্যরা। ৫০ মিনিটে জর্ডি আলভার বাড়ানো বলে ম্যাচে সমতা আনেন লুইস সুয়ারেজ। ৯ মিনিট পর ভিদালের গোলে ম্যাচে লিড নেয় সফরকারীরা। তবে ৭৫ মিনিটে ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ডি ইয়ং ২য় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কাতালানরা। সেই সুযোগে ৮৮ মিনিটে লুই উইয়ের দারুণ ফিনিশং-এ স্কোর লাইন ২-২ করে এসপানিওল।

এর আগে, গেটাফেকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিলো রিয়াল। ম্যাচের ৩৪ মিনিটেই রাফায়েল ভারানের গোলে লিড নিয়ে বিরতিতে যায় গ্যালাকটিকোরা। এরপর ৫৩ মিনিটে ভারানের আরেকটি গোলে ব্যবধান ২-০ করে জিদান শিষ্যরা। ম্যাচের ইনজুরি টাইমে গেতাফের জালে ৩য় ও শেষ গোলটি করেন লুকা মডরিচ। ফলে টানা ৩ ম্যাচ ড্র করার পর লা লিগায় জয়ের মুখ দেখে রিয়াল মাদ্রিদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply