বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

|

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা- ফাইল ছবি

জালিয়াতি করে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

দুপুরে দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

বিচারপতি সিনহা গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আসামিদের মধ্যে কেবল বাবুল চিশতী অন্য মামলায় কারাগারে আছেন।

ঋণ জালিয়াতির এই মামলায় এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে তার বিরুদ্ধেও পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

দুদক কর্মকর্তা বেনজির আহমেদ গত ৯ ডিসেম্বর এই ১১ জনকে আসামি করে ঋণ জালিয়াতির মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply