রোহিঙ্গাদের আগে স্থানীয়দের অধিকারের ওপর গুরুত্ব দিতে হবে: স্পিকার

|

স্থানীয়দের অধিকার নিশ্চিত করেই আশ্রিত রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সকালে কক্সবাজারে শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে, রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিকমহলে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তাই রোহিঙ্গাদের আগে স্থানীয়দের অধিকারের ওপর গুরুত্ব দিতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এমপি সাইমুম সরওয়ার কমলসহ অন্যান্য কর্মকর্তারা। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল পরিদর্শন করেন স্পিকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply