বঙ্গবন্ধু গোল্ডকাপ, ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

|

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলে ইনজুরির কারণে বাদ পড়েছেন বিপুল ও ইয়াসিন আরাফাত।

অপরদিকে দলে নতুন করে জায়গা পেয়েছে মানিক মোল্লা, আর দলে ফিরেছেন তপু বর্মন। আজ দুপুরে বাফুফে এই দল ঘোষণা করেন।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সপ্তম আসর চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ছয় দলকে দুই গ্রুপে ভাগ করে আয়োজন করা হচ্ছে এবারের আসর।টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলো হলো- আফ্রিকার দেশ মরিশাস, সেশেলস আইল্যান্ড, বুরুন্দি, এশিয়ার দেশ শ্রীলঙ্কা এবং গেল আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ ‘বি’তে মরিশাস, সেশেলস আইল্যান্ড ও বুরুন্দি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply