পারমানবিক অস্ত্রসজ্জিত যুদ্ধজাহাজ বিমান সিরিয়ায় পাঠাচ্ছে রাশিয়া

|

সিরিয়ায় ইতোমধ্যে রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি রয়েছে। চলতি বছরের শুরুতে ভূমধ্যসাগরে তারতুস ও খেমাইমিমে এ দুটি ঘাঁটি ব্যবহারে বাশার আল আসাদের সরকারের সাথে চুক্তি করে পুতিনের সরকার। ঘাঁটিগুলোকে এখন স্থায়ী রূপ দেয়ার কাজ শুরু করেছে রুশ সেনাবাহিনী।

নতুন চুক্তি অনুযায়ী, আগামী ৪৯ বছর পর্যন্ত এ দুটি স্থানে নিজেদের সেনা ও সমরাস্ত্র রাখবে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।

একইদিন রাশিয়ার সংসদে এই বিষয়ে সিরিয়ার সঙ্গে একটি চুক্তির অনুমোদনও দেয়া হয়।

চুক্তি অনুযায়ী ভূমধ্যসাগরে অবস্থিত রাশিয়ার একমাত্র নৌঘাঁটি তারতুস নেভাল ফ্যাসিলিটি এবং রাশিয়ার যুদ্ধজাহাজ সিরিয়ার জলসীমায় প্রবেশ করতে পারবে। গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারতুস নৌঘাঁটি এবং হেমাইমিম বিমান ঘাঁটিতে স্থায়ী স্থাপনা তৈরি করার অনুমেদান দেন।

চুক্তিতে রাশিয়াকে ১১টি যুদ্ধ জাহাজ তারতুস ঘাঁটিতে রাখার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে পারমাণবিক বোমা বহনকারী যুদ্ধ জাহাজ এবং যুদ্ধবিমানও থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply