শীতের তীব্রতা বাড়ায় জনজীবন বিপর্যস্ত

|

শীতের তীব্রতা বাড়ায় জনজীবন ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া খবরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়ায়।

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেশিরভাগ জেলায় জবুথবু প্রাণ-প্রকৃতি। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। দৃষ্টিসীমা কমে আসায় সড়কে যান বাহন চলাচল করছে ধীর গতিতে। নৌপথে বিঘ্নিত হচ্ছে ফেরি পারাপার। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বন্ধ আছে নৌযান চলাচল। ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন। ফেরি চলাচল বন্ধ আছে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটেও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।

এদিকে, শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা।

আবহাওয়া অফিস বলছে, উত্তর এবং মধ্যাঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply