ভারতে ধর্ষক ছেলের প্রাণভিক্ষা চাইলেন মা

|

ভারতের চাঞ্চল্যকর নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডে, ভুক্তভোগীর মায়ের কাছে ছেলের প্রাণভিক্ষা চাইলেন এক ধর্ষকের মা। নির্ভয়ার মায়ের জবাব- মেয়ের সাথে ঘটে যাওয়া বর্বরতা ভোলা সম্ভব নয়। ন্যায়বিচারের জন্য সাত বছর অপেক্ষা করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার শুনানির শেষ দিন রায় হওয়ার আগে নির্ভয়ার মায়ের কাছে ছেলের হয়ে ক্ষমা চান, ধর্ষক মুকেশ সিংহের মা। বিচারকের কাছে গিয়েও একই আবেদন জানান। এসময় আসন ছেড়ে উঠে যান বিচারক। পরে গণমাধ্যমের সামনে ওই নারী দাবি করেন, দরিদ্র বলে এ মামলায় ফাঁসানো হয়েছে তার ছেলেকে।

মঙ্গলবার দিল্লি আদালতের জারি করা মৃত্যু পরোয়ানা অনুযায়ী, ২২ ডিসেম্বর বিহারের তিহার কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর হবে চার ধর্ষক ও হত্যাকারীর। মাঝের ১৪ দিন সময়ের মধ্যে চাইলে সুপ্রিম কোর্ট আর প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারবেন তারা। ২০১২ সালের ডিসেম্বরে বাড়ি ফেরার পথে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় ২৩ বছরের তরুণী নির্ভয়াকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply