প্রধানমন্ত্রী চাইলে আমি নিজেও মন্ত্রী না থাকতে পারি: ওবায়দুল কাদের

|

ওবায়দুল কাদের -ফাইল ছবি

মন্ত্রীসভার রদবদল রুটিন প্রোগ্রাম। তবে সিটি নির্বাচনের আগে রদবদল হবে এমন সম্ভাবনা কম। সব কিছুই নির্ভর করবে প্রধানমন্ত্রীর ওপর। প্রধানমন্ত্রী যদি চায় তাহলে আমি নিজেও মন্ত্রী না থাকতে পারি। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সিটি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘণ করবে না। মন্ত্রী-এমপিরাও নির্বাচনী প্রচারে যাবে না। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সসবধরণের সহায়তা করবে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতারা যা বলছে এর সাথে ডাক্তারের বক্তব্যের কোন মিল নেই। এটা নিয়ে বিএনপি রাজনীতি করছে।

গত বছর দুর্ঘটনা বেড়েছিল স্বীকার করে তিনি বলেন, বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। এ বছরে দুর্ঘটনা কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে ওবায়দুল কাদের বলেন, এতে বাংলাদেশ উদ্বিগ্ন। অর্থনৈতিক মন্দারও শঙ্কা আছে। তবে সেখানে অবস্থানরত বাংলাদেশীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply