নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ২৫ সেনা

|

নাইজার সীমান্তে সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২৫ সেনা সদস্যের। বৃহস্পতিবারের সংঘাতে আহত হয়েছেন আরও ৬ জন। প্রতিরক্ষা মুখপাত্র সোলেমানি গাজোবি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান হতাহতের এ তথ্য।

তিনি বলেন, মালি সীমান্তের কাছেই সেনাচৌকিতে হামলা চালায় জঙ্গিরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাল্টা অভিযানে প্রাণ গেছে ৬৩ বন্দুকধারীর। এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে, আল-কায়েদা বা আইএস সমর্থনপুষ্ট স্থানীয় সন্ত্রাসীদের দিকেই নিরাপত্তা বাহিনীর ইঙ্গিত।

গেলো মাসেও, এধরণের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৭১ সেনার। তুয়ারেগ নৃগোষ্ঠী এবং চরমপন্থিরা ২০১২ সালে মালির দুই-তৃতীয়াংশ দখলের পর থেকেই দেশটিতে বিরাজ করছে অস্থিরতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply