দুই সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

|

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। প্রতীক পাওয়ায় এখন থেকে তাদের নির্বাচনী প্রচারে বাধা কাটল।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

ধানের শীষ প্রতীক নেন প্রকৌশলী ইশরাক। আর আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রতীক নেন ব্যারিস্টার আলী আসিফ খান।

তাপস-ইশরাক ছাড়াও এই নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, আম প্রতীক নিয়ে এনপিপির বাহরানে সুলতান বাহার ও মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮২ জন প্রার্থীসহ মোট ৪২৪ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, এখন থেকে সকল প্রার্থীরা নিয়ম মেনে প্রচার প্রচারণা করতে পারবেন। মাইকে প্রচার করা যাবে তবে দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে তা শেষ করতে হবে। প্রচারণার সময় কোনো প্রার্থী বা প্রার্থী পক্ষের লোকজন যেন কোনো মানুষকে উত্যক্ত না করে। প্রচারণার নামে মানুষকে বিরক্ত করা যাবে না। বিশেষ করে ধর্মীয় অবমাননা করা যাবে না।

অপরদিকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে । সকাল আগারগাঁও রির্টিনিং অফিসারের কার্যালয়ে তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

মেয়র প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক পেয়েছেন আতিকুল ইসলাম, ধানের শীষ- তাবিথ আউয়াল, পিডিবির শাহিন খান পেয়েছেন বাঘ, এনপিপি’র আনিসুর রহমান দেওয়ান-আম, হাতপাখা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারি মাসুদ, কাস্তে পেয়েছেন সিপিবি’র আহমেদ সাজেদুল হককে।

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশুনায় বিঘ্ন ঘটিয়ে মাইকে নির্বাচনী প্রচারণা চালালে প্রার্থীদের জরিমানা করার কথা জানান, উত্তরের রির্টানিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন।

উত্তর সিটির ৫৪টি ওর্য়াডে ৬ জন মেয়র প্রাথীর পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে-৭৭ ও সাধারণ কাউন্সিলর পদে-২৯১ প্রার্থী প্রতীক পেয়েছেন। নির্বাচনী প্রচারণা চলবে ২৮ জানুযারির মধ্য রাত পর্যন্ত।

প্রতীক নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করবেন প্রার্থীরা । একই সাথে তাদের উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি দেবেন নগরবাসীকে। ক্ষমতাসীন আওয়ামী লীগের দক্ষিণ সিটির মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ডেমরা থেকে প্রচারণা শুরু করবেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির ইশরাক হোসেনও তার নির্বাচনী এলাকা থেকে প্রচারণা শুরু করবেন। আর ঢাকা উত্তরের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে প্রচারণা শুরু করবেন। আর বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রচারণা শুরু করবেন উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার প্রথম দুই সিটির সব কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply