বিমানে ঘড়ি হারালেন ওয়াসিম আকরাম

|

LONDON, ENGLAND - JUNE 23 : Wasim Akram looks at the lunch break during the ICC Cricket World Cup Group Match between Pakistan and South Africa a at Lord's on June 23, 2019 in London, England. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

বংশপরম্পরায় পাওয়া হাতঘড়ি বিমানে হারিয়ে ফেলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার পথে এমিরেটসের একটি বিমানে ঘড়িটি হারিয়ে ফেলেন সুইংয়ের সুলতানখ্যাত এই সাবেক পেসার। ঘড়ি হারানোর পর এমিরেটস এয়ারলাইন কর্তৃপক্ষের তৎপরতা যথেষ্ট মনে হয়নি ওয়াসিমের। তিনি ঘড়ি খুঁজে পেতে সাহায্য প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমের। বুধবার টুইটারে নিজের ঘড়ি হারানোর খবর জানিয়ে ওয়াসিম লিখেছেন, ‘ফ্লাইট ইকে-৬০৫ এর ১০এ কেএইচআই-ডিএক্সবি সিটে আমি আমার ঘড়ি হারিয়ে ফেলেছি। আমি এখন এমিরেটস এয়ারলাইনসকে অনুসরণ করছি। দয়া করে কেউ দ্রুত সাড়া দিন।’

তিনি জানান ঘড়িটি পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া। তাই এটি ফিরে পাওয়া জরুরি। তিনি আরও লেখেন, ‘দুবাইয়ে আমি সব কাস্টমার সার্ভিস পয়েন্টে যোগাযোগ করেছি। কিন্তু আমার মনে হয়নি যে, তারা ঘড়ি খুঁজে পেতে আন্তরিক।’ ওয়াসিমের টুইটের পর সাড়া দিতে একদমই দেরি করেনি এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষ। টুইটের ছয় মিনিটের মধ্যে রিটুইট করে তারা লিখেছে, ‘ওয়াসিম, দয়া করে আপনার ঘড়ির ব্যাপারে বিস্তারিত তথ্য দেন আমাদের। একইসঙ্গে আপনার ফ্লাইটের ব্যাপারেও আমাদের মেইল করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ।’

বিমানযাত্রায় এমন সমস্যা এবারই প্রথম নয় পাকিস্তানি কিংবদন্তির জন্য। গত বছরের জুলাই মাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে নিজের ইনসুলিন ব্যাগ নিয়েও ঝামেলায় পড়েছিলেন তিনি। সেবারও টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন ওয়াসিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply