মুখোমুখি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধ জাহাজ

|

অল্পের জন্য সংঘাত এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যুদ্ধ জাহাজ। বৃহস্পতিবার আরব সাগরে নিয়মিত মহড়া দেয়ার সময় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

এ জন্য রাশিয়ার আগ্রাসী আচরণকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে ওয়াশিংটন অভিযোগ করে বলে, ইচ্ছাকৃত ভাবে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে মস্কো। শুধু যুদ্ধ জাহাজের কাছাকাছিই নয় এসময় পাঁচটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। যদিও সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা লঙ্ঘন করে মার্কিন জাহাজ রুশ জাহাজের কাছাকাছি অবস্থান নেয়। যা অপেশাদারিত্ব আচরণ। এ ঘটনার পর শুক্রবার, কৃষ্ণ সাগরে যুদ্ধ জাহাজ থেকে মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে রাশিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply