ইসরায়েল বিদ্বেষী উপ-প্রধানমন্ত্রী নিয়োগ দিল স্পেন

|

স্পেনের উপ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ইসরায়েল বিদ্বেষী এক রাজনীতিবীদ। খবর ইসরায়েলি গণমাধ্যম দি জেরুজালেম পোস্ট’র।

গত বৃহস্পতিবার বামপন্থী পোডেমাস পার্টির রাজনীতিবীদ পাবলো ইগলেসিয়াস টোরিনকে নিজের ডেপুটি হিসেবে নিয়োগ দেন ফ্রান্সের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

এরআগে, ইরানী অর্থায়নে পরিচালিত একটি টেলিভিশনের টকশোতে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র বলে আখ্যায়িত করেন পাবলো ইগলেসিয়াস।

পোডেমাস এর আগে ‘বয়কট ইসরায়েল’ আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন। ২০১৮ সালে এক টকশোতে তিনি ইসরায়েলে বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয়ার ইচ্ছা পোষণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply