সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকায় বিমান চলাচল শুরু

|

ঘন কুয়াশার জন্য প্রায় সাড়ে ৬ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সিভিল এভিয়েশন সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩ টা থেকে সকল ধরণের বিমানের উঠানামা বন্ধ ছিল। কুয়াশা কেটে যাবার পর মঙ্গলবার সকাল ১০টা থেকে আবার
সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়।

এদিকে কুয়াশার কারণে ঢাকায় বিমান চলাচল বন্ধ থাকার কারণে অন্তত ৫টি আন্তর্জাতিক ফ্লাইট গন্তব্য পরিবর্তন করে কলকাতা, ব্যাংকক ও মান্ডালায় অবতরণ করেছে। এতে ভোগান্তীতে পড়েছেন এসব ফ্লাইটের যাত্রীরা।

রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে।

সাধারণত রানওয়ের দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে বিমান চলাচলের জন্য অনুমতি দেয়া হয় কিন্তু এসময় রানওয়ের দৃষ্টিসীমা নেমে এসেছিল মাত্র ১০০ মিটারে। এছাড়াও আকাশ থেকে ৩০০০ মিটার দৃষ্টিসীমা থাকলে বিমান উঠানামায় সতর্কতা ও ২০০০ বা তার কম ‍দৃষ্টিসীমা হলে বিমান উঠানামা বন্ধ রাখা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply