মূলধন সংরক্ষণ পিছিয়ে পড়েছে ১২টি ব্যাংক

|

ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণ পিছিয়ে পড়েছে ১২টি ব্যাংক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের হার ১২ শতাংশে উন্নীত করার তাগিদ রয়েছে। তবে নির্ধারিত সময়ে এই ব্যাংকগুলো তা বাস্তবায়ন করতে পারেনি।

২০১৫ সালে ব্যাংক খাতের আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তাতে উল্লেখ করা হয় ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ব্যাংকের মূলধন সংরক্ষণ সাড়ে ১২ শতাংশে উন্নীত করতে হবে।

খেলাপী ঋণের প্রভাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষে মূলধন ঘাটতি মেটাতে ব্যর্থ হয়েছে ১২টি ব্যাংক।

এই সময়ে এসব ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬০ কোটি টাকা। এর মধ্যে সরকারী ও বিশেষায়িত খাতের ৭টি, বেসরকারী খাতের ৪টি ও বিদেশী একটি ব্যাংক রয়েছে। সরকারী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি রয়েছে অগ্রণী ব্যাংকের। এর পরিমাণ ৭৮৮ কোটি টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply