‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

|

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে হত্যা, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণ মামলার আসামি ডাকাত সর্দার এনায়েত হোসেন (৩০)।

বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে (মঙ্গলবার দিনগত রাত ৩ টার দিকে) উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুল গ্রামের পিয় নাথ পাল এর মেহগনি বাগানে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১টি ওয়ান শুটার গান, ২টি শর্টগানের গুলি, ২ টি শর্টগানের এমটি কার্তুজ, ১টি চাপাতী ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

নিহত এনায়েত একই উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, একাধিক হত্যা, ডাকাতি, ধর্ষণসহ ১৩ টি মামলার আসামি এনায়েতকে আটকের পর তার দেয়া তথ্য মোতাবেক অস্ত্র উদ্ধারের জন্য বাগানে গেলে এনায়েতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। হামলাকারীদের লক্ষ্য করে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাগান থেকে গুলিবিদ্ধ এনায়েতকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply