সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি ভাসছে ৪০ ফুট লম্বা মৃত ‘তিমি’

|

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে ভেসে এসেছে একটি মৃত ‘তিমি’। গতকাল সকালে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে এই তিমি মাছটি ভাসমান অবস্থায় দেখতে পায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ট্রলার। বিকেলে ফেরার পথেও নাফ নদীর মোহনায় মরা তিমিটি ভাসতে দেখা যায়। স্থানীয় জেলেরা এটিকে ‘বালেন’ প্রজাতির তিমি বলে ধারণা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিমি মাছটি প্রায় ৪০ ফুট লম্বা। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, তিমিটি তীরে ভেসে আসলে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে।

ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে তিমিটি সেন্টমাটিনের কাছাকাছি চলে আসে এবং তাপমাত্রার তারতম্যের কারণে মারা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply