বাণিজ্য যুদ্ধ বন্ধে চুক্তি করলো চীন-যুক্তরাষ্ট্র

|

বাণিজ্য যুদ্ধ শুরুর দু’ বছর পর, সংঘাত বন্ধে চুক্তি স্বাক্ষর করলো চীন-যুক্তরাষ্ট্র। বুধবার স্বাক্ষরিত প্রাথমিক বাণিজ্য চুক্তি অনুযায়ী, বিভিন্ন পণ্যে আরোপিত শুল্ক প্রত্যাহার করবে দু’দেশ।

একইসাথে মার্কিন পণ্য ও সেবা ক্রয় বাড়াবে চীন। প্রথম ধাপের চুক্তির ফলে ওয়াশিংটনের কাছ থেকে আগামী দু’বছর কমপক্ষে অতিরিক্ত ২০ হাজার কোটি ডলারের পণ্য নেবে বেইজিং। এর মধ্যে পাঁচ হাজার কোটি ডলারের কৃষিপণ্যসহ অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন শিল্প ও জ্বালানি পণ্য আর সেবা। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৮ হাজার ৬০ কোটি ডলারের পণ্য নেয় চীন। এ অঙ্কের সাথে যোগ হবে নতুন ২০ হাজার কোটি ডলারের চুক্তি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উভয়পক্ষের সুষ্ঠু ও লাভজনক বাণিজ্য নিশ্চিতে আজ এক ঐতিহাসিক পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র-চীন। নিজ নিজ স্বার্থ বজায় রেখে এবার থেকে একযোগে কাজ করবে দু’দেশ। ওয়াশিংটন-বেইজিংয়ের এ সুসম্পর্ক নজিরবিহীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply