পাকিস্তানে আসিফ গফুরের স্থলাভিষিক্ত হলেন বাবর ইফতেখার

|

পাকিস্তান সশস্ত্র বাহিনীর আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তরের নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল বাবর ইফতেখার। তিনি মেজর জেনারেল আসিফ গফুরের স্থলাভিষিক্ত হবেন।

আজ বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মেজর জেনারেল আসিফ গফুর পাঞ্জাব প্রদেশের ওকারা জেলার কমান্ডিং অফিসার হিসেবে যোগদান করবেন।

ডন টিভির খবরে বলা হয়, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পরই এ খবর এসেছে। ওই বৈঠকে সেনাবাহিনীর পেশাদার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে নতুন পরিচালক ও নিজের এতদিনের কর্মস্থল নিয়ে এক টুইট বার্তায় মেজর জেনারেল আসিফ গফুর তার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই সব মিডিয়াকে। টুইট বার্তায় পাকিস্তানিদের ভালোবাসা ও সমর্থনের কথাও জানান। এরপর আইএসপিআরের নতুন পরিচালককে শুভেচ্ছা জানান।

ভারতের সাথে চলমান উত্তেজনায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রতি উগ্র ও কঠোর বার্তা দেয়ার জন্য পরিচিত ছিলেন মেজর জেনারেল আসিফ গফুর। একইসাথে তার বিরুদ্ধে পাক-ভারত সীমান্তে উত্তেজনা তৈরির জন্য জঙ্গি মদদের অভিযোগও করে আসছে ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply