আবারও অস্থির হয়ে উঠেছে চালের দর

|

আবারও অস্থির হয়ে উঠেছে চালের দর। মাত্র ৩ দিনের ব্যাবধানে পাইকারিতে বস্তা প্রতি বেড়েছে দুইশ’ থেকে আড়াইশ’ টাকা পর্যন্ত।

মানভেদে প্রতি কেজি মিনিকেট ও জিরাশাইলের দর উঠেছে ৪৫ থেকে ৫০ টাকা। নাজিরশাইল ৫৫ টাকা থেকে হয়েছে ৬০ টাকা। এছাড়া মাঝারি ও মোটা চালের দর ২ থেকে আড়াই টাকা পর্যন্ত বেড়েছে প্রতিকেজিতে। পাইকারিতে দর বাড়ায় প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে।

এ জন্য মিলার ও পাইকারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। বলছেন, ধানের মজুত করে মিলাররা চালের দর বাড়াচ্ছে। আর অজুহাত দেয়া হচ্ছে ধানের দর বৃদ্ধির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply